পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারাণী কৃতি সিং দেববর্মা শুক্রবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিজেপি দলের প্রার্থী মনোনীত হওয়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে তিনি জানান আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করবেন তিনি। রাজ্যবাসীর কল্যাণে সকলে একসাথে মিলে কাজ করতে সবাই সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন তিনি।