শুক্রবার বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মন্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করার জন্য বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান রাখেন বিধায়ক তোফাজ্জল হোসেন। তারপর মত বিনিময় এর মাধ্যমে আলোচনা রাখেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন ত্রিপুরার মানুষকে কোনদিন ভুলতে পারবো না। কারণ ত্রিপুরায় শূন্য থেকে ২৫বছরের সিপিএম কে উৎপাত করেছে। বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাকে সারা ভারত চিনতে পেরেছে আগে ত্রিপুরা বলতে কেউ জানতো না এবং চিনত না। নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব দেব নিজেকে আশীর্বাদ করার জন্য আহ্বান রাখেন।