২০২৪-২৫ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলে রেল উন্নয়নের জন্য সরকার ১০ হাজার ৩৭৬ কোটি টাকার বরাদ্দের সংস্থান রেখেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। রেলমন্ত্রী বলেন, সরকার রেল নেটওয়ার্কের আধুনিকীকরণ করার কাজে অঙ্গীকারবদ্ধ এবং অ্যাক্ট ইস্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর-পূর্বাঞ্চলে রেলপথ সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্যও সরকারের অঙ্গীকার রয়েছে। তিনি বলেন, ভারতীয় রেলকে বিশ্বমানের পরিবহণ ব্যবস্থায় পরিণত করার জন্য সরকার সর্বাধিক জোর দিয়ে কাজ করছে। একই সাথে সরকার, রেলের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করার ওপরও নজর দিয়েছে। রেলমন্ত্রী বলেন, রেল সুরক্ষায় সারা দেশে ‘কবজ ৪.০’ইলেক্ট্রনিক ব্যবস্থা দেশে খুব শীঘ্রই বাস্তবায়িত হবার জন্য প্রস্তুত। রেলের সব রকমের পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পের কাজের জন্য আগের বছরের তুলনায় এবছর পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা হয়েছে।