সর্বশেষ সংবাদ
গত ২৭ শে‌ জুন থেকে শারীরিক সমস্যা নিয়ে উদয়পুর মহকুমায় খিলপাড়া পঞ্চায়েত এলাকায় সাহেরা বেগম আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

গত ২৭ শে‌ জুন থেকে শারীরিক সমস্যা নিয়ে উদয়পুর মহকুমায় খিলপাড়া পঞ্চায়েত এলাকায় সাহেরা বেগম আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।


গত ২৭ শে‌ জুন থেকে শারীরিক সমস্যা নিয়ে উদয়পুর মহকুমায় খিলপাড়া পঞ্চায়েত এলাকায় সাহেরা বেগম আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ফলে বাড়িতে কেউ ছিল না। গেইট ও ঘরে তালা লাগিয়ে সবাই জিবি হাসপাতালে সাহেরা বেগমকে নিয়ে আগরতলাতে ছিলেন। গতকাল বিকালে আগরতলা জিবি হাসপাতাল থেকে ছুটি পেয়ে নিজ বাড়ি উদয়পুর খিলপাড়াতে আসেন। বাড়িতে প্রবেশ করে দেখতে পায় ঘরের দরজায় তালা ভাঙ্গা। ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো অবস্থায় রয়েছে। আলমারি খুলে দেখতে পায় নগদ নয় হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চুরের দল। রাতে রাধাকিশোর পুর থানায় মামলা দায়ের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে।

পরবর্তী খবর