সর্বশেষ সংবাদ
মদমত্ত অবস্থায় বলেরো গাড়ি‌ চালাতে গিয়ে বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে ধাক্কা। অল্পেতে রক্ষা পথচলতি মানুষ। ব্যাহত বিদ্যুৎ পরিষেবা।

মদমত্ত অবস্থায় বলেরো গাড়ি‌ চালাতে গিয়ে বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে ধাক্কা। অল্পেতে রক্ষা পথচলতি মানুষ। ব্যাহত বিদ্যুৎ পরিষেবা।


মদমত্ত অবস্থায় বলেরো গাড়ি‌ চালাতে গিয়ে বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে ধাক্কা। অল্পেতে রক্ষা পথচলতি মানুষ। ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। ঘটনা ধর্মনগর জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রাতে ধর্মনগর জেলা হাসপাতাল রোড এলাকায় বিকট শব্দে লোকজন দৌড়ে গিয়ে দেখতে পান একটি বোলেরো গাড়ি রাস্তার পাশে থাকা বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে উল্টে গেছে। তাছাড়া গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটিও ভেঙে বৈদ্যুতিক তার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। তড়িঘড়ি ধর্মনগর দমকল ও বিদ্যুৎ অফিসে খবর দিলে ঐ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাথে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহত বলেরো গাড়ির চালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত গাড়ি চালকের নাম দেবাশীষ দেব। তার বাড়ি ঊনকোটি জেলার কৈলাশহরের শ্রীরামপুর এলাকায়। দমকল কর্মীরা জানান, মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই দূর্ঘটনা।

পরবর্তী খবর