ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে রক্তাক্ত করে স্বর্নালঙ্কার সহ নগদ অর্থ লুট করে নিল একদল ডাকাত। এমন ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে চোরাইবাড়ি থানার লক্ষীনগর গ্রাম এলাকায়। স্থানীয় এক নং ওয়ার্ডের মনিলাল নাথের বাড়িতে ঘটেছিল এই ঘটনাটি। ডাকাত দলের আক্রমণে তার স্ত্রী এবং সন্তানও আহত হয়েছে। স্ত্রী অঞ্জলি দেবী জানিয়েছেন, আক্রমণাত্মক অবস্থায় ডাকাত দল স্বর্ণালংকার হাতিয়ে নেয় এবং টাকাও নিয়ে যায়। প্রাণ রক্ষার ভয়ে ঘটনার সময় তারা কিছুই করতে পারেননি। ইতিমধ্যেই ঘটনাটি তদন্ত শুরু করেছেন চোরাইবাড়ি থানার পুলিশ।