ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ধর্মনগর শহর। আক্রমণ পাল্টা আক্রমণে আহত একাধিক, ভাঙচুর হোটেল ও বসত ঘর। মোতায়েন পুলিশ, টিএসআর সহ আধাসামরিক বাহিনী। ঘটনার সূত্রপাত রবিবার দুপুর থেকে। জানা গেছে, রবিবার দুপুরে বাগবাসা গঙ্গানগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘের এক সভা। অভিযোগ সেই সভায় যাওয়ায় ভারতীয় মজদুর সংঘের সদস্যদের বাড়ি ও হোটেলে চালানো হয় হামলা, ভাঙচুর। শহরের রাজবাড়ী স্হীত ধর্মনগর রেল স্টেশন রোড এলাকায় অবস্থিত হোটেল নর্থ কন্টিনেন্টালে হামলা চালায় একদল দুষ্কৃতী। হোটেলের জানালা, দরজা এবং আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়েছে। দৌড়ে প্রানে বাঁচেন হোটেল কর্মীরা। জানা গেছে,এই হোটেল পরিচালনার দায়িত্বে থাকা প্রশান্ত দে বিএমএসএর জেলা কনভেনার। ঘটনার খবর পেয়ে পৃথক পৃথক স্থানে দ্রুত পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ, টিএসআর ও আধাসামরিক বাহিনী। আক্রান্ত ও ক্ষতিগ্রস্থরা রবিবার রাতেই ধর্মনগর থানায় মামলা পাল্টা মামলা নথিভুক্ত করেছেন। বর্তমানে গোটা ঘটনায় ধর্মনগর শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।