সর্বশেষ সংবাদ
লেম্বুছড়া বাজার এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চলছে পথ অবরোধ।

লেম্বুছড়া বাজার এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চলছে পথ অবরোধ।


লেম্বুছড়া বাজার এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চলছে পথ অবরোধ। স্কুটি এবং বোলেরো পিকআপের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত একজন। তাকে নেওয়া হয়েছে জিবি হাসপাতালে। অবরোধ চলাকালীন সময়ে মন্ত্রী বৃষকেতু দেববর্মার কনভয় আটকে দেওয়া হয়। এলাকায় চাঞ্চল্য। মন্ত্রী তার নিজ বিধানসভা কেন্দ্রে যাওয়ার পথে উনাকেও আটকে রেখে পুনরায় ঘুরে যাওয়ার জন্য বলা হয়। উনিও সে রাস্তা যেতে পারেনি। ঘুরে চলে আসেন। বর্তমানে উত্তেজিত জনতা পথ অবরোধ করে রেখেছে।  তাদের দাবী যতক্ষণ না পুলিশ সেই গাড়িকে আটক না করবে ততক্ষণ রাস্তা খোলা হবে না। জানা গেছে নাগর দেববর্মা নামে এক স্কুটি চালককে ধাক্কা দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় একটি বোলেরো পিক আপ গাড়ি। এরপরেই ক্ষুব্ধ জনতা সামিল হয় পথ অবরোধে।

পরবর্তী খবর