সর্বশেষ সংবাদ
শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ রাধাপুর মধুবাড়ি রোড এলাকার পরিতাক্ত একটি বাড়িতে হানা দেয়।

শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ রাধাপুর মধুবাড়ি রোড এলাকার পরিতাক্ত একটি বাড়িতে হানা দেয়।


শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ রাধাপুর মধুবাড়ি রোড এলাকার পরিতাক্ত একটি বাড়িতে হানা দেয়। হানা দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ ভাবে মজুদ বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ। সাথে পরিত্যক্ত বাড়ির মালিক সুবল দাসকে আটক করে পুলিশ। মালিক পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তার ছোট ভাই পানিসাগর থানার ত্রিপুরা পুলিশের কর্তব্যরত কনস্টেবল শ্রীদাম দাস। এদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে, তাছাড়া ধৃতকে জিজ্ঞাসাবা চালিয়ে এই অবৈধ বার্মিজ সিগারেটে পাচারে কারা কারা জড়িত রয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শনিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পরবর্তী খবর