সর্বশেষ সংবাদ
ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখলো বীরেন্দ্র ক্লাব।

ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখলো বীরেন্দ্র ক্লাব।


ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখলো বীরেন্দ্র ক্লাব।  প্রথম ম্যাচে তারা কল্যাণ সমিতির কাছে পরাজিত হয়েছিল।  সেই পরাজয় ভুলে  বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  TFA পরিচালিত ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে প্রতিপক্ষ নবোদয় সংঘকে পরাজিত করে জয় তুলে নিল বীরেন্দ্র ক্লাব। এদিন ৬-১ গোলে নবোদয় সংঘকে পরাজিত করে বীরেন্দ্র ক্লাব।  ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় তারা ।  দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮১ মিনিটে আরো একটি গোল করে বীরেন্দ্র ক্লাব ।  ম্যাচের ৭৪ মিনিটে নবোদয় সংঘ এক মাত্র গোলটি করে ব্যবধান কমায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামেই অনুষ্ঠিত এদিন লিগের বিকেলের ম্যাচে  কল্যাণ সমিতিকে ৪-২ গোলে হারিয়ে দেয় ত্রিপুরা স্পোর্টস স্কুল।  ম্যাচের ৮,  ১২,  ১৯ এবং ৯০ মিনিটে এই ৪ টি গোল পায় তারা।  অন্যদিকে ম্যাচের ৫১ এবং ৬২ মিনিটে দুটি গোল করে ব্যবধান কমায় কল্যাণ সমিতি।

পরবর্তী খবর