সর্বশেষ সংবাদ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাফল্য পেল চোরাইবাড়ি থানার পুলিশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাফল্য পেল চোরাইবাড়ি থানার পুলিশ


সোমবার সাত সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাফল্য পেল চোরাইবাড়ি থানার পুলিশ। এদিন সকালে চোরাইবাড়ি নাকা পয়েন্টে যানবাহন চেকিং প্রক্রিয়া চলাকালিন সময়ে উত্তর জেলার এস পি ভানুপদ চক্রবর্তী ও চোরাইবাড়ি থানার ওসি’র নেতৃত্বে পুলিশ আসাম থেকে আগরতলার উদ্দেশ্যে আসা একটি গাড়িতে তল্লাসি চালিয়ে প্রায় এক কেজি তিনশ গ্রাম নেশা জাতীয় হেরোইন উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।ধৃতরা হল আবদুল আলি, সমর কৃষ্ণ দাস এবং প্রসেনজিৎ দাস। এদের বাড়ি রাজ্যের সিপাহী জেলার বক্সনগরে । এদিন এক সাক্ষাৎকারে উত্তর জেলার এস পি ভানুপদ চক্রবর্তী বলেন, উদ্ধারকৃত হেরোইন গুলি গাড়িতে সাবানের কেইসে রাখা ছিল। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মুল্য প্রায় দশ কোটি টাকা হবে বলে জানান তিনি lধৃতদের মঙ্গলবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পরবর্তী খবর