সর্বশেষ সংবাদ
 রাজধানীর বীর বিক্রম চৌমুহনিতে মহারাজার মর্মর মূর্তিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মাল্যদান করা হয়

রাজধানীর বীর বিক্রম চৌমুহনিতে মহারাজার মর্মর মূর্তিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মাল্যদান করা হয়


আজ মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের ১১৫ জন্ম শত বার্ষিকী l এই উপলক্ষ্যে এদিন সকালে রাজধানীর বীর বিক্রম চৌমুহনিতে মহারাজার মর্মর মূর্তিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মাল্যদান করা হয় l এরপর কেক কেটে জন্ম দিন পালন করা হয় মহারাজার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।

পরবর্তী খবর