সর্বশেষ সংবাদ
অপেক্ষার আর মাত্র বেশ কয়েক ঘণ্টা বাকি

অপেক্ষার আর মাত্র বেশ কয়েক ঘণ্টা বাকি


অপেক্ষার আর মাত্র বেশ কয়েক ঘণ্টা বাকি। তারপরই চাঁদে পা দেবে ইসরোর স্বপ্নের যান। তার আগেই চাঁদের নতুন ছবি পাঠাল চন্দ্রযান-৩। চাঁদের এই রূপ কখনও দেখা যায়নি কখনও। কারণ, চাঁদের এই পৃষ্ঠ সবসময় পৃথিবীর দিকে পিঠ করে থাকে। চাঁদের বুকের সেই গর্তেরই ছবি তুলে পাঠাল চন্দ্রযান-৩।চন্দ্রাভিযানের শেষ ধাপে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। আগামী বুধবার তথা ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান। ইতিমধ্যেই ডি-বুস্টিং প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। এবার শুধু অবতরণটুকুই বাকি। এরই আগে চাঁদের নতুন কিছু ছবি তুলে পাঠাল চন্দ্রযান-৩। এখন চন্দ্রযান-৩ এর দিকে লক্ষ্য গোটা বিশ্বের।

পরবর্তী খবর