সর্বশেষ সংবাদ
রাতে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে কাঞ্চনপুর মাছমারা সড়কে ২৪টি বার্মিস গরু আটক করে পুলিশ।

রাতে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে কাঞ্চনপুর মাছমারা সড়কে ২৪টি বার্মিস গরু আটক করে পুলিশ।


গোপন খবরের ভিত্তিতে ফের গরু পাচার বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে কাঞ্চনপুর মাছমারা সড়কে ২৪টি বার্মিস গরু আটক করে পুলিশ। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে  বার্মিস গরুগুলি অবৈধ ভাবে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি।এই গরু পাচারের ঘটনায় পুলিশ একটি ট্রাক সহ ৪ জনকে আটক করেছে। এবিষয়ে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক মৌরিয়া কৃষ্ণ চন্দ্র শেখর জানান, উদ্ধার হওয়া বার্মিস গরুগুলি সম্পূর্ণ বে-আইনিভাবে পাচার করা হচ্ছিল। গাড়ি বোঝাই বার্মিস গরুগুলির কোন বৈধ কাগজপত্র না থাকায় সেগুলি আটক করা হয়েছে। এই অবৈধ গরু পাচার চক্রে কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। আগামীদিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। 

পরবর্তী খবর