সর্বশেষ সংবাদ
পশ্চিমি ঝঞ্চা  ও ঘূর্ণাবর্তের কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে বৃষ্টি।

পশ্চিমি ঝঞ্চা  ও ঘূর্ণাবর্তের কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে বৃষ্টি।


চলতি বছরের গোটা এপ্রিল মাসটি কাঠফাটা গরমের মধ্যে দিয়ে কাটাতে হলেও মে মাসের শুরু থেকেই মিলছে স্বস্তি। পশ্চিমি ঝঞ্চা  ও ঘূর্ণাবর্তের কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে বৃষ্টি। এবার বছরের প্রথম ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও দেখা গেল। আগামী কয়েক দিনের মধ্যেই বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে। বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হওয়ায়, ঘূর্ণিঝড় হলে পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেই সবথেকে বেশি প্রভাব পড়বে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানায়নি আবহাওয়া দফতর। আপাতত পশ্চিমি ঝঞ্চার জেরেই উত্তর ভারতে বৃ্ষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। উত্তর ভারতের পাঁচ রাজ্যে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর ভারতের উপরে বর্তমানে একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর জেরে একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে বুধবার দিনভর হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

পরবর্তী খবর