সর্বশেষ সংবাদ
বুধবার দুপুরে রাজধানীর বটতলা হাওড়া নদী সংলগ্ন এলাকায় স্মার্ট সিটির কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

বুধবার দুপুরে রাজধানীর বটতলা হাওড়া নদী সংলগ্ন এলাকায় স্মার্ট সিটির কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।


বুধবার দুপুরে রাজধানীর বটতলা হাওড়া নদী সংলগ্ন এলাকায় স্মার্ট সিটির কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শন কালে মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। মেয়র হাওড়া নদী সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ খতিয়ে দেখার পর এক সাক্ষাৎকারে জানান, মোট একশ এক কোটি টাকার কাজ হচ্ছে এই প্রোজেক্টে। মূলত বাঁধকে সুরক্ষা দেওয়া। বাঁধের বিভিন্ন জায়গায় লিকেজ ছিল। এখন ঝুলন্ত ব্রীজ থেকে দশমী ঘাট পর্যন্ত কাজ শুরু হয়েছে। দেড় বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে মেয়র জানান। 

পরবর্তী খবর