মঙ্গলবার গভীর রাতে আসামের করিমগঞ্জ শহরের অদুরবর্তি প্যাটেলনগর এলাকায় এক অগ্নিকাণ্ডে সিং ইট ভাটার বেশ কয়েকজন শ্রমিকের বসত ঘর পুড়ে ছাঁই হবার খবর পাওয়া গেছে। ঘটনার খপবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মাঠে নেমে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই শ্রমিকদের ঘর সহ তাদের বিভিন্ন আসবাবপত্র আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই। বর্তমানে ভাট্রায় কাজের মরশুম না থাকায় ঘটনার সময়ে শ্রমিকরা নিজ নিজ ঘরে ছিলেন না। ফলে এ সুযোগে কোনও দুষ্টচক্র তাদের ঘরে প্রতিহিংসামুলক কারনে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। মোট ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকার মত হবে বলে ধারনা করা হচ্ছে।