বুধবার সকাল এগারোটায় উত্তর জেলার চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শন শেষে খাদ্য, পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা শাসক নাগেশ কুমার বি কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন। মূলত খাদ্য দপ্তরের আওতায় গন বন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী ও সঠিক ভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বৈঠক। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গোটা রাজ্যের সাথে উত্তর জেলায়ও ঢালাও হারে কাজ চলছে। তাই গন বন্টন ব্যবস্থাতে আরো খাদ্য সামগ্রী সংযোজন করা যায় কিনা তাও গুরুত্ব সহকারে দেখছে সংশ্লিষ্ট দপ্তর।