গৌহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে চাউল বোঝাই লরির ভেতর হতে উদ্ধার দেড় কোটি টাকার ফেন্সিডিল। অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ সেগুলিকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। চুরাইবাড়ি পুলিশের নাকা চেক পয়েন্টের গেইটের পাশে লরিটি এলে
অসম পুলিশের সন্দেহ হয়।পরে গাড়িটিতে দলবল নিয়ে তল্লাশি চালানোর পর এই বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার হয়।