সর্বশেষ সংবাদ
ফের বৃহস্পতিবার জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষায় অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট

ফের বৃহস্পতিবার জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষায় অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট


ফের বৃহস্পতিবার জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষায় অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে ফের বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা শুরুর অনুমতি দেওয়া হল। এদিন এলাহাবাদ হাইকোর্টের তরফে জানানো হয়, সুবিচারের জন্য জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার প্রয়োজন। প্রসঙ্গত, গত ২১শে জুলাই বারাণসী জেলা আদালত কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশে অবস্থিত জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব  ইন্ডিয়াকে। সেই নির্দেশ মেনে গত ২৪শে জুলাই জ্ঞানব্যাপী মসজিদের সমীক্ষা শুরু করা হয়।

পরবর্তী খবর