সর্বশেষ সংবাদ


এবার সুইজারল্যান্ডের বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিতে চলেছে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড।

এবার সুইজারল্যান্ডের বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিতে চলেছে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড।


পরপর বন্ধ হয়েছে দুই মার্কিন ব্যাংক। এবার তার প্রভাব পড়ল ইউরোপেও। এবার সুইজারল্যান্ডের বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিতে চলেছে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড। জানা গিয়েছে, ৩০০ কোটি ডলারের বিনিময়ে বিক্রি হয়ে যাবে সুইজারল্যান্ডের প্রাচীন ব্যাংকটি। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিশ্বের নানা দেশের ব্যাংকের তরফে যৌথ বিবৃতি দিয়ে বলা হয়েছে, খুব তাড়াতাড়িই আর্থিক সংকট কেটে যাবে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে এক ধাক্কায় ক্রেডিট সুইস ব্যাংকের এক চতুর্থাংশ শেয়ার পড়ে যায়। নিজেদের বাঁচাতে সরকারের কাছে বিপুল ঋণ নিতে আবেদন করে। তারপরই ইউনিয়ন ব্যাংকের তরফে জানানো হয়, ধুঁকতে থাকা সুইস ক্রেডিট ব্যাংক কিনে নিতে আগ্রহী তারা। বিশেষজ্ঞদের মতে, আপাতত পুরোপুরি অধিগ্রহণ হবে না সুইস ক্রেডিট ব্যাংক। তবে দুই ব্যাংক একত্রিত হয়ে কাজ করবে। ফলে চাকরি হারাতে পারে বিপুল সংখ্যক কর্মী।

পরবর্তী খবর