সর্বশেষ সংবাদ
এদিকে চুরি যাওয়া প্রচুর পরিমাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলেও এদিন রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান সদর এস ডি পিও অজয় কুমার দাস

এদিকে চুরি যাওয়া প্রচুর পরিমাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলেও এদিন রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান সদর এস ডি পিও অজয় কুমার দাস


রাজধানীতে বেশ কিছুদিন ধরেই চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। আর এই চোর চক্রের উপদ্রবে নাজেহাল রাজধানিবাসি। তাই এই চোর চক্রকে আটক করতে প্রচেস্টা জারি রেখে ছিল সদর পুলিশ প্রশাসন। অবশেষে গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে বটতলা ফাঁড়ির পুলিশ, রামনগর ফাঁড়ির পুলিশ ও পশ্চিম থানার পুলিশের যৌথ উদ্যোগে এক চোর চক্র সহ ডাকাত দলের বড়সড় পাণ্ডাদের আটক করেছে। এরপর এদের পশ্চিম থানায় নিয়ে আসা হয়। এদের মধ্যে ১৪ জন যুবক এবং ২ জন মহিলা রয়েছে।এই মহিলারা চুরি বা ডাকাতি করার আগে সব কিছু খবরা খবর নিত বলে জানা গেছে। তাদের কাছ থেকে চুরির করার জন্য ব্যবহৃত অস্ত্র ছুরি, দা, স্ক্রু-ড্রাইভার সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এদিকে চুরি যাওয়া প্রচুর পরিমাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলেও এদিন রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান সদর এস ডি পিও অজয় কুমার দাস

পরবর্তী খবর