কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে নাম না করে “নাট্যকার” বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । মুম্বাই গিয়ে চলচ্চিত্র জগতে নাম লেখানোর কথা বলে নাম না করে সুদীপ রায় বর্মণকে ব্যঙ্গ মুখ্যমন্ত্রীর। শুক্রবার উদয়পুরের ব্রহ্মাবাড়ি তে বিজেপির গোমতী জেলা কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এ উপলক্ষে সেখানে এক জন সভারও আয়োজন করা হয় । সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নাম না করে এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে “নাট্যকার” বলে কটাক্ষ করেন । সেই সাথে রাজ্যের বিগত বাম এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের সমালোচনাতেও সরব হন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায় , দুই বিজেপি বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং রঞ্জিত দাস , বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য , ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী প্রভারি ডঃ মহেন্দ্র সিং প্রমুখ।