রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বরাবরই সদর্থক ভূমিকা নিয়ে কাজ করে চলেছে বর্তমান সরকার। রাজ্য বাজেটের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সবচেয়ে বেশী টাকা বরাদ্দ করে কাজ করে চলেছে। স্বাস্থ্য পরিষেবার প্রভুত উন্নয়নে শুক্রবার হাপানিয়ার ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নবনির্মীত চক্ষু অপারেশন কেন্দ্রের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, এই পরিষেবা চালু হলে বৃহৎ অংশের মানুষ উপকৃত হবেন।