সিপিএমের লাল ঝাণ্ডা মানে মানুষের রক্তের ঝাণ্ডা। সিপিএমের আর আছেটাই বা কি! সারাদেশে আজ কোন জায়গায় সিপিএম রয়েছে?"সোমবার কিল্লায় দলীয় এক সমাবেশে এ কথাগুলো বললেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন,"ত্রিপুরাতে বর্তমানে
যেভাবে উন্নয়নমূলক কাজকর্ম এগিয়ে যাচ্ছে সেটা রীতিমতো তাক লাগানো। খুব কম সময়ের মধ্যে ত্রিপুরাতে বেশ কয়েকটি প্রজেক্টের সফল বাস্তবায়ন হয়েছে। অথচ এ রাজ্যের বামফ্রন্ট সরকার বিভিন্ন সময় ক্ষমতায় থাকলেও তারা এই সমস্ত কাজকর্ম করে দেখাতে পারেনি। আসলে কমিউনিস্টদের এরকম কোন মানসিকতাই ছিল না।" হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, "ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে, সিপিএম আমলে সেটা ছিল না। কেন্দ্রে বিজেপি সরকার, এবং ত্রিপুরাতেও বিজেপি সরকার-সে কারণে আমরা ডাবল ইঞ্জিনের সুযোগ সুবিধা পাচ্ছি। অসমেও একই ব্যাপার। সুতরাং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দলকেই এ রাজ্যে ক্ষমতাসীন করতে হবে।" জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। উল্লেখ্য এই সমাবেশ বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি তার বক্তব্যে সিপিএম দলকে এক হাত নেন। বলেন ত্রিপুরাতে সিপিএম আমলে কোন গণতন্ত্র ছিল না। উল্লেখ্য একই দিন রাধা কিশোরপুর এলাকায় একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসমের মুখ্যমন্ত্রী। ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালেই আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছিলেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।