সর্বশেষ সংবাদ
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে অনুষ্ঠিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিশেষ বৈঠক

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে অনুষ্ঠিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিশেষ বৈঠক


আসন্ন সাধারণ বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে মহাকরণের কনফারেন্স হলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভায় মিলিত হন।সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন। এছাড়া ১-১-২০২৩ সালকে ভিত্তি বছর ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সহিংসতা ছাড়া ভোটগ্রহণ, পৌষ সংক্রান্তির প্রাক্কালে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি ঘরে রঙ্গোলি প্রতিযোগিতা এবং আগামী ১১ ও ১২ জানুয়ারি, ২০২৩ তারিখে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিমের ত্রিপুরা সফর ইত্যাদি বিষয়ের উপর বিশদ আলোচনা করা হয়।মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে  আরও জানান যে, আগামী ১১ জানুয়ারি, ২০২৩ তারিখে ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল রাজ্যে পৌঁছবে পরে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ নির্বাচন কমিশনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন। অবাধ, সুষ্ঠ ও সহিংসতা ছাড়া ভোট পরিচালনা নিশ্চিত করতে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পরবর্তী খবর