সর্বশেষ সংবাদ
রাজ্যে আগর শিল্পের বিকাশ ও বাণিজ্যকীকরণের সুযোগ সম্প্রসারণের দাবী রাজ্য সভায় বিপ্লবের

রাজ্যে আগর শিল্পের বিকাশ ও বাণিজ্যকীকরণের সুযোগ সম্প্রসারণের দাবী রাজ্য সভায় বিপ্লবের


দেশের সংসদে ত্রিপুরার স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উত্থাপন করে নানান সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর লক্ষ্য করা গেছে
একাধিক বিষয় নিয়ে সংসদে কথা বলেছেন তিনি।অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও প্রস্তাব রেখেছেন।
শুক্রবার সংসদে ত্রিপুরার আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এদিন একটি বেসরকারি প্রস্তাব এনে, ত্রিপুরার বিপুল সম্ভবনাময় আগর শিল্পের বিকাশ এবং এর যথার্থ বাণিজ্যিকীকরণের সুযোগ সম্প্রসারনের দাবি উত্থাপণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

ত্রিপুরায় আগর বোর্ড গঠনসহ এর বিকাশে পর্যাপ্ত গবেষণা, এবং এর উৎপাদক ও নতুন উদ্যোগীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি তুলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
সংসদে আগর শিল্প সংক্রান্ত প্রসঙ্গ উত্থাপনের পর এক টুইট বার্তায় সংসদ বিপ্লব কুমার দেব জানান,
তরল সোনার মতো আগর তেল সহ, আগর গাছ থেকে উপলব্ধ অন্যান্য উপকরণের বিপুল চাহিদা ও উচ্চ বিক্রয় মূল্য, উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের অর্থনৈতিক বিকাশে এক নয়া দিশা দেখাবে l

পরবর্তী খবর