সর্বশেষ সংবাদ
সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে উত্তর ত্রিপুরা জেলায় কংগ্রেস ছাড়লেন সুদীপ অনুগামীর নেতৃত্বে ১৯৩৬ ভোটার

সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে উত্তর ত্রিপুরা জেলায় কংগ্রেস ছাড়লেন সুদীপ অনুগামীর নেতৃত্বে ১৯৩৬ ভোটার


এমনিতেই রাজ্য কংগ্রেসের দুর্দশাময় অবস্থা । সংগঠন বলতে কিছুই নেই । রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পরেছে কংগ্রেস । এই অবস্থায় ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের হাত ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে কংগ্রেস । বামেদের সাথে হাত মেলানো নিয়ে রাজ্য কংগ্রেসে দ্বিমত তৈরি হয়েছে বলে দলীয় সূত্রের খবর । গোষ্ঠী কোন্দলের রোগ থেকে রাজ্য কংগ্রেস এখনও সুস্থ হতে পারেনি । এই অবস্থায় বিধানসভা ভোটের মুখে রাজ্য কংগ্রেসের জন্য আরও বড়সড় ধাক্কা এল উত্তর ত্রিপুরা জেলা থেকে । বিধানসভা ভোটের মুখে  উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ১৯৩৬ জন ভোটার প্রকাশ্যে কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন । সুদীপ রায় বর্মণ অনুগামী বলে পরিচিত  কংগ্রেস নেতা  স্বপন তালুকদারের নেতৃত্বে এই ১৯৩৬ জন ভোটার প্রকাশ্যে কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন শুক্রবার । স্বপন তালুকদার রাজ্য কংগ্রেসে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তোলেন ।

শুধু তাই নয় স্বপন তালুকদার কংগ্রেসের আরও চিন্তা বাড়িয়ে দিয়ে এদিন জানান আগামী দিনে আরও অনেক কংগ্রেস কর্মী কংগ্রেস ছাড়বেন । দল ছাড়ার মুখে এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন সুদীপ অনুগামীরা ।
 

পরবর্তী খবর