সর্বশেষ সংবাদ
কৈলাশহরের বিমানবন্দর সূচনার কাজটির দিকে বিশেষ নজর দিতে সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

কৈলাশহরের বিমানবন্দর সূচনার কাজটির দিকে বিশেষ নজর দিতে সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব


রাজ্যের সার্বিক ক্ষেত্রে উন্নয়নের বিষয় নিয়ে বরাবরই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা সরকার। রাজ্যে জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণে যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে রাজ্যবাসী আজ তার সুবিধে ভোগ করছে। এক্ষেত্রে অবশ্য রাজ্য সরকারের প্রচেষ্ঠার অন্ত নেই। সংসদে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই নানান প্রস্তাব তুলে ধরেছেন শাসক দলের নির্বাচিত একাধিক সাংসদ। তার মধ্যে সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার আন্ত রাজ্য বিমান ব্যবস্থার উন্নতিকরণে কৈলাশহর বিমানবন্দরের প্রসঙ্গ তুলে ধরেন। এদিন সংসদে
শীতকালীন অধিবেশনে কৈলাশহর বিমান বন্দর সূচনার কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব l তাঁর এই প্রশ্নের উত্তরে অবশ্য প্রতিক্রিয়া জানান বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী।

এ প্রসঙ্গে সংসদ বিপ্লব কুমারদের তার ট্যুইট বার্তায় জানিয়েছেন,"আমার পূর্ণ বিশ্বাস, উত্তর পূর্বের বিকাশে মোদীজির আন্তরিক দৃষ্টিভঙ্গী ও জ্যোতিরাদিত্য জীর ঐকান্তিক প্রচেষ্টায়, দ্রুতই বিমান বন্দরটির কাজ সূচনা হবে l এখানে উল্লেখ করা প্রয়োজন সংসদে এই বিষয়টির তুলে ধরায় স্বাভাবিক কারণেই খুশি রাজ্যবাসী। কেননা বিগত সরকারের শাসনামলে বিশেষ করে সাংসদরা রাজ্যের উন্নয়নে রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কোন কথা বলতেন না সে জায়গায় বর্তমান সাংসদরা নানান গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরে সেগুলি কেন্দ্রীয় সরকারের নজরে আনছেন যার কারণে সুফল থাকছেন রাজ্যবাসী। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মহল মনে করছেন সাংসদরা তাদের দায়িত্ব পালন করছেন বলেই ত্রিপুরা ক্রমশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।

পরবর্তী খবর