সর্বশেষ সংবাদ
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রীসভা সম্প্রসারিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রীসভা সম্প্রসারিত করা হয়েছে।


মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রীসভা সম্প্রসারিত করা হয়েছে। আজ সকালে রাজভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তিপরা মথা দলের দুই বিধায়ক অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা মন্ত্রী হিসাবে শপথ নেন।   রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শপথ বাক্য ও মন্ত্রগুপ্তি পাঠ করান। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ও তাঁর মন্ত্রিসভার সদস্য বৃন্দ এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, কার্যকরী সদস্যগন, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা ও অন্যান্য বিশিষ্ট জনেরা। মুখ্যসচিব জে কে সিনহা শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন।

পরবর্তী খবর