সর্বশেষ সংবাদ
বিপ্লব দেবের বহিষ্কার নিয়ে বামগ্রেসের গুজব মিথ্যা প্রমাণিত

বিপ্লব দেবের বহিষ্কার নিয়ে বামগ্রেসের গুজব মিথ্যা প্রমাণিত


ফের গুজব ও মিথ্যা প্রমানিত। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তাকে ঘিরে টানা গুজব ও কুৎসা। কখনো ভুয়ো একাউন্ট থেকে আবার কখনো বন্ধুদের ভুয়ো ফেসবুক পেজ থেকে রীতিমতো বিপ্লব দেবের ভয়ে কম্পমান বন্ধুরা সংগঠন ছেড়ে শুধুই বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে কুৎসায় মত্ত। সর্বশেষ কুৎসা বিপ্লব দেবকে নাকি পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। বুদ্ধমন্দির MLA হোস্টেল থেকে তৈরী করে দেওয়া স্ক্রিপ্ট সকাল থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। কারও কারও আবার ব্যক্তিগত একাউন্ট থেকেও এধরণের ভিত্তিহীন মিথ্যে গুজব রটিয়ে দিনভর বিভ্রান্ত করা হয়েছে। লক্ষ্য একটাই বিজেপিকে দুর্বল করে সিপিএমকে শক্তিশালী করা। আর এর মাস্টার প্লেনার হলেন সিপিএমের ভোটে জয়ী বিধায়ক। বিপ্লব দেব রাজ্যে এলেন। বিমানবন্দরে নেমেই কড়া জবাব দিয়েছেন এইসব চক্রান্তকারীদের।
সেখান থেকে সোজা পার্টি অফিসে। পার্টি অফিসে বি এল সন্তোষ থেকে শুরু করে বিনোদ কুমার সোনকর ও মুখ্যমন্ত্রী সহ এক সারিতে বসে সাংগঠনিক পর্যালোচনা করেন। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি উদয়পুরে অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকে বিপ্লব দেবের সাড়ে চার বছরের মুখ্যমন্ত্রীত্বের কাজকর্মের ভূয়সী প্রশংসা করা হয়। এই ব্যাপারে লিখিত প্রস্তাবও পাশ করা হয়। কিন্তু বিজেপি ছেড়েও বিজেপির মোহ কাটাতে পারছে না বন্ধুরা। বার বার ফোন করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। কখনো করছেন বদলীর আবদার আবার কখনো করছেন বিভিন্ন সুযোগ সুবিধা হাতানোর আবদার। কিভাবে বামেদের সাথে সম্পর্ক রেখে ২৫ বছর অবামদের বঞ্চনা করেছেন একই ভাবে সিপিএমের সাথে এখন বোঝাপড়া করে নিয়েছেন। লক্ষ্য একটাই গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে বিজেপিকে দুর্বল করে আবার সিপিএমকে ক্ষমতায় এনে দেওয়া। আর বিপ্লব কুমার দেব থাকলে যে এটা হবে না সেটা বুঝেই মরিয়া হয়ে নোংরা খেলায় মেতে উঠেছে বুদ্ধমন্দির MLA হোস্টেলের কুশীলবরা।

আবারো বিপ্লব কুমার দেবকে নিয়ে অপপ্রচার ও কুৎসা ষড়যন্ত্র ফাঁস হল কয়েক ঘন্টার মধ্যেই। দিনভর কুৎসা ও অপপ্রচার রটিয়ে বহিষ্কারের গল্প বানিয়ে বিজেপিকে দুর্বল করার খেলায় মেতে উঠেছিল কংগ্রেসের একটি মহল। বুদ্ধমন্দিরের MLA হোস্টেল থেকে বহিষ্কারের গল্প ছড়ানো হয়েছে কয়েকদিন ধরেই। যা ফাঁস হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যেই।

পরবর্তী খবর