সর্বশেষ সংবাদ
রাজধানীতে পুলিশি দুর্বলতায় রাতের আঁধারে বাড়ছে দুষ্কর্ম

রাজধানীতে পুলিশি দুর্বলতায় রাতের আঁধারে বাড়ছে দুষ্কর্ম


রাজধানীর প্রধান দুটি থানা পূর্ব এবং পশ্চিম থানায় রাতের দিকে বাড়ছে দুস্কর্ম। পূর্ব থানার অন্তর্গত মোটরস্ট্যান্ড চন্দ্রপুর বাজার আড়ালিয়া বনকুমারি ও ইন্দ্রনগরের কিছু এলাকায় প্রতিদিন সমাজবিরোধীদের তির জুয়া ও মদের আড্ডা বসছে। মাঝ রাত পর্যন্ত চলছে এদের উৎপাত।একই অবস্থা রয়েছে পশ্চিম থানার অন্তর্গত বটতলার হাওড়া মার্কেট সুপারমার্কেট, লেক চৌমুহনী বাজার, টাউন বড়দোয়ালী প্রতাপগড় বিটারবন মোল্লাপাড়া ক্যান্টনমেন্ট রোড
গাঙ্গাইল রোড, আদালত চত্বর অফিস লেন এলাকাএবং গোল চক্কর এলাকায়। রয়েছে রাতের দিকে যেহেতু নিয়মিত পুলিশের মোবাইল টহল করছে না তাই রাতের আধারে সমাজবিরোধীরা অবৈধ মাদক বিক্রি সহ নানান অপকর্ম  করে বেড়াচ্ছে। এক্ষেত্রে পূর্ব থানার অন্তর্গত কলেজ টিলা ও অভয়নগর ফাঁড়ি দুর্বলতা মারাত্মকভাবে প্রকট হয়েছে। অন্যদিকে পশ্চিম থানার অন্তর্গত রামনগর ও বটতলা ফাঁড়ির নানান দুর্বলতা প্রকট হয়েছে। অভিযোগ রয়েছে রাতের আঁধারে এই দুইটি থানা এলাকায় অপরিচিত ব্যক্তিদের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে রয়েছে পুলিশি দুর্বলতার দিকটিই। যেহেতু রাতের দিকে এই দুই থানা এলাকার বেশ কয়েকটি বিলিতি মদের দোকান বেআইনিভাবে নির্ধারিত সময়ের পরও খোলা থাকছে তাই সমাজ বিরোধীদের উৎপাত থেমে নেই এবং তাদের দুষ্কর্ম ও অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর