ফের বিঘ্নিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা। পাঞ্জাবের পর বিজয়ওয়াড়া। সড়কপথের পর আকাশপথ। সোমবার দুপুরে বিজয়ওয়াড়া বিমানবন্দরে আসার পথে তাঁর চপারের কাছে উড়ল একঝাঁক গ্যাস বেলুন। নিরাপত্তার প্রোটোকল ভেঙে কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্তে করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে প্রধানমন্ত্রীর চপার রওনা দেওয়ার সময় কয়েকজন কংগ্রেস কর্মী কালো গ্যাস বেলুন হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। চপার ওড়ার পরই সেই গ্যাস বেলুন উড়িয়ে দেন তাঁরা। সেগুলি চপারের কাছাকাছি চলে আসে। এই ঘটনায় তিন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।