সর্বশেষ সংবাদ


নন্দননগরের নেশা মুক্তি কেন্দ্রেই ঘটেছিল জোড়া খুনের ঘটনা!

নন্দননগরের নেশা মুক্তি কেন্দ্রেই ঘটেছিল জোড়া খুনের ঘটনা!


বোধজংনগর জোড়াখুন কান্ডে  ধৃত এক অভিযুক্ত। তার নাম রোহিত সিনহা। বাড়ি বুদ্ধমন্দির এলাকায়। পুলিশি তাকে সোমবার আদালতে হাজির করে। পুলিশ জানিয়েছে  জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। জানাগেছে, রবিবার রাতে নন্দননগর একটি নেশামুক্তি কেন্দ্রে দুই জনকে খুন করা হয়েছে। এই ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত স্বীকার করেছে, নেশা মুক্তি কেন্দ্রে দুজনকে হত্যা করার পর প্রমান লোপাট করতে দুইটি লাশ ডিসিপাড়া নির্জন এলাকায় এনে ফেলে দেওয়া হয়। সে জানিয়েছে সে নিজেও নেশা সেবনকারী ‌পুরো ঘটনার সম্পর্কে অবগত হতে পুলিশ ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে অভিযুক্ত রোহিত সিনহাকে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ রাজ্যের শুভবুদ্ধি মহলে। ব্যাঙের ছাতার মত রাজধানীর প্রাণ কেন্দ্রে গজিয়ে উঠেছে বেশ কয়েকটি নেশা মুক্তি কেন্দ্র। নেশা সেবনকারী যুবক-যুবতীদের এইরকম কেন্দ্রে পরিবারের লোকজন টাকার বিনিময়ে ভর্তি করেন যাতে করে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু গত কয়েক মাস ধরে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বেশ কয়েকটি নেশা মুক্তি সেন্টারে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। একাধিক নেশা মুক্তি কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার শেষ নেই। অভিভাবকদের তরফে অভিযোগ উঠেছিল লাইসেন্স ছাড়া এবং সুচিকিৎসক ছাড়াই রাজধানীর বেশ কয়েকটি নেশা মুক্তি কেন্দ্র চলছে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের চরম উদাসীনতার কারণেই এই সমস্ত গুরুত্বপূর্ণ  নেশা মুক্তি সেন্টার গুলিতে অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। রোমহর্ষক এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য শুভবুদ্ধি সম্পন্ন মহলের।

পরবর্তী খবর