দলের নিজস্বতা হারিয়ে অন্য কোন দলের সাথে বিলিন হওয়ার কোন সম্ভাবনাই নেই। দলের সমস্ত কর্মসূচি তার নিজস্ব গতিতেই চলবে। বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে IPFT’র একদিবসিয় বর্ধিত সম্মেলনে দলের অবস্থান নিয়ে স্পষ্টিকরণ দিলেন IPFT সুপ্রীমো এন সি দেববর্মা। তবে এদিনের সম্মেলনে মেবার কুমার জমাতিয়ার অনুপস্থিত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টিকে অনেকে দলের মধ্যে ফাটল ধরারও ইঙ্গিত দেখছেন।