সর্বশেষ সংবাদ
গোটা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস

গোটা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস


গোটা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আইজিএম, জিবি হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে পালিত হল দিনটি। এদিন জিবি হাসপাতালে নার্স ডে’তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল শিখিয়ে দিয়েছিলেন কিভাবে মানুষের সেবা করতে হয়। তার দেখানো পথ ধরেই বর্তমানে সেবিকারা নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন।
 

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।