গোটা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আইজিএম, জিবি হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে পালিত হল দিনটি। এদিন জিবি হাসপাতালে নার্স ডে’তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল শিখিয়ে দিয়েছিলেন কিভাবে মানুষের সেবা করতে হয়। তার দেখানো পথ ধরেই বর্তমানে সেবিকারা নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন।