আগামী ৩ রা ডিসেম্বর থেকে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যে শুরু হতে যাচ্ছে শীতকালীন ট্যুরিজম প্রমো ফেস্ট। আগামী ৯ তারিখ ট্যুরিজম প্রমো ফেস্টের অঙ্গ হিসেবে বিভিন্ন গ্রামীণ খেলা, ফুড ফেস্টিভ্যাল , সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নীরমহল ও রাজঘাটে। তার আগে ৩ তারিখ নারকেলকুঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এই ফেস্টিভ্যালের। ১১ তারিখ জম্পুইহিল ও ১২ থেকে ১৪ তারিখ আগরতলায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে পর্যটন দপ্তরের গোটা আয়োজন। শেষের দিন স্বামী বিবেকানন্দ ময়দানে থাকবে বিখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের পরিবেশনা। নীরমহল ও রাজঘাটেও এই ফেস্টের জন্য চলছে চরম ব্যস্ততা। পর্যটন দপ্তরের যুগ্ম-সচিব অনিরুদ্ধ রায়ের নেতৃত্বে প্রশাসনিক এক প্রতিনিধি দল নীরমহল ও রাজঘাট প্রদর্শন করেছেন। দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে থাকা নীরমহল অভ্যান্তরের লাইট এন্ড সাউন্ড শো পুনরায় চালু হতে পারে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। তাছাড়া থাকবে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের স্টল। গোটা আয়োজনই যে আয়োজিত হচ্ছে রাজ্যের পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধারার জন্য তাও উল্লেখ করেন পর্যটন দপ্তরের যুগ্ম-অধিকর্তা।