বাংলাদেশ থেকে আগত রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার ঘোষনা দিল রাজ্যের একটি বেসরকারী হাসপাতাল। স্থানীয় যুবকদের ধর্না ও বিক্ষোভের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত হাসপাতাল কতৃর্পক্ষের। বাংলাদেশের ভারত বিরোধী অবস্থান। ক্রমবর্ধমান সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন। পাশাপাশি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশব্যাপী দাবি উঠছে বাংলাদেশের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ত্যাগ করার। আজ আগরতলার একটি বেসরকারি হাসপাতালের সামনে বাংলাদেশীদের চিকিৎসা না দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে একাংশ জনতা। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেন বাংলাদেশী রোগীদের আর চিকিৎসা পরিষেবা না দেওয়ার।