সর্বশেষ সংবাদ
রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের জন্য প্রথমবারের মতো ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের জন্য প্রথমবারের মতো ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।


রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের জন্য প্রথমবারের মতো ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। আজ রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট অফিসে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন রাজ্য সরকারের মতো ১লা নভেম্বর থেকে এই মহার্ঘ্য ভাতা কার্যকর হবে। তিনি বলেন এই মহার্ঘ্য ভাতা DRW সহ মোট ২ হাজার ৪শ ৫৪ জন পাবেন। মন্ত্রী বলেন সাম্প্রতিক বন্যায় নিগমের সব কর্মী, আধিকারিকরা ও প্রকৌশলিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাছাড়া উৎসবের মরশুমে ও তারা নির্বিচ্ছিন্ন পরিষেবা প্রদান করেছেন। তাই তাদেরকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া মন্ত্রী জানান হুক লাইন এর বিরুদ্ধে সরকার অভিযান চালিয়ে যাচ্ছে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকরা।

পরবর্তী খবর