প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডঃ বি আর আম্বেদকরের সমাজে সমতা বজায় রেখে চলার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তর আয়োজিত ডঃ বি আর আম্বেদকর মেধা সন্মাননা ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার অনুষ্ঠানের উদবোধন করে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি বলেন কেন্দ্র সরকারের সাথে সাথে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট শ্রেণীগুলির আর্থ সামাজিক উন্নয়ন কে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে ৪ জন বিশিষ্ট শিক্ষাবিদকে বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান করা হয় এবং একজন শিক্ষাবিদ ও একজন সমাজসেবীকে বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া ৪০জন ছাত্রছাত্রীকে ডঃ বিআর আম্বেদকর স্বর্ণ পদক পুরস্কার প্রদান করা হয়।