রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। আজ ত্রিপুরা হাইকোর্টে একটি মামলার শুনানির পর ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এর কাছে তাঁর এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান রাজ্যের রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। হেডলাইনস ত্রিপুরার পক্ষ থেকে তাঁর সাথে যোগাযোগ করা হলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন তিনি। আগামী সোমবার তাঁর পদত্যাগ পত্র তিনি জমা দেবেন। তবে কি কারণে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত সেই কারণ জানাতে তিনি অস্বীকার করেন। সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি তাঁর ধন্যবাদ ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।