কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার শীঘ্রই সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি নতুন জাতীয় সন্ত্রাস বিরোধী নীতি ও কৌশল চালু করবে। নতুন দিল্লীতে শুরু হওয়া জাতীয় তদন্ত সংস্থা-NIA আয়োজিত দু’দিনের সন্ত্রাসবিরোধী সম্মেলন-২০২৪-এর উদ্বোধনী ভাষণে তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সন্ত্রাসবাদীদের হামলা এবং তার ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সীমাহীন এবং অদৃশ্যভাবে কাজ করে থাকে। অমিত শাহ বলেন, তিনটি ফৌজধারি আইন বিশ্বের সর্বাধুনিক এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত বলে বিবেচিত হবে। নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু আইন সাম্প্রতিক সময়ে সংশোধন করা হয়েছে।