তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এ.ডি.সি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া অন্যতম। এই এলাকাটিতে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস। এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে যদিও চলতি বছরের মার্চ মাসে মন্ত্রী বিকাশ দেববর্মা, তিপ্রা মথা দলের এম.ডি.সি তথা বর্তমানে শাসক দলের শরিক কমল কলই প্রজা বাহাদুর মলসম পাড়ায় পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে এক কোটি উনিশ লক্ষ টাকা ব্যায় করে। তবে উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায় এবং এলাকার সাধারণ মানুষেরা এখনো কেউবা ছড়ার জল, কেউবা জমানো জল, আবার কেউবা পাথর চুয়ানো জলের উপর নির্ভর করে থাকছেন। ফলে স্বভাবতই বলা চলে, রাজ্য সরকারের কোটি টাকা ব্যায়ে নির্মিত এই প্রকল্প এবং এর জন্য বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণটাই সরকারি টাকার আদ্য শ্রাদ্ধ। ফলে দাবী উঠেছে গিরিবাসীদের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করুক সরকার ও এডিসি প্রশাসন।