সর্বশেষ সংবাদ
শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধে বসলো প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা।

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধে বসলো প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা।


শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধে বসলো প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ শিক্ষা দপ্তরে অন্যান্য আধিকারিকরা। ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে‌ তার ওপর স্কুলের ইংরেজি বিষয়ে শিক্ষিকা মৌসুমী দেববর্মা প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অন্যত্র বদলি করে দিচ্ছে শিক্ষা দপ্তর। শিক্ষিকা মৌসুমীর দেববর্মার বদলি মেনে দিতে পারছেন না স্কুলের ছাত্র-ছাত্রীরা। এ দাবিতে সড়ক অবরোধে বসে ছাত্র ছাত্রীরা‌। অবরোধের ফলে উভয়দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি। অবশেষে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক এসে শিক্ষিকাকে বদলী না করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

পরবর্তী খবর