সর্বশেষ সংবাদ
৬০ উর্ধ্ব এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল দুস্কৃতি।

৬০ উর্ধ্ব এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল দুস্কৃতি।


৬০ উর্ধ্ব এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল দুস্কৃতি। জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার দিলীপ কুমার ঘোষের এক কানি জোত জমি রয়েছে পূর্ব গোকুলনগর সি টি আই ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনী এলাকায়। গত বাম আমল থেকেই এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়ারা উনার জুত জমি জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা করে দিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও  উনার জুত জমি দখল মুক্ত করতে পারেননি। যদিও একবার দিলীপ কুমার ঘোষ থানায় মামলা দায়ের করেছিলেন কিন্তু কোন সুরাহা পাননি। দিলীপ কুমার ঘোষ জানিয়েছেন তিনি শাসকদলের অনেক নেতাদের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। তাই তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।