৬০ উর্ধ্ব এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল দুস্কৃতি। জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার দিলীপ কুমার ঘোষের এক কানি জোত জমি রয়েছে পূর্ব গোকুলনগর সি টি আই ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনী এলাকায়। গত বাম আমল থেকেই এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়ারা উনার জুত জমি জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা করে দিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও উনার জুত জমি দখল মুক্ত করতে পারেননি। যদিও একবার দিলীপ কুমার ঘোষ থানায় মামলা দায়ের করেছিলেন কিন্তু কোন সুরাহা পাননি। দিলীপ কুমার ঘোষ জানিয়েছেন তিনি শাসকদলের অনেক নেতাদের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। তাই তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।