সর্বশেষ সংবাদ
ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গভীর রাতে কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে পালালো বাংলাদেশের চোরেরা।

ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গভীর রাতে কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে পালালো বাংলাদেশের চোরেরা।


ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গভীর রাতে কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে পালালো বাংলাদেশের চোরেরা। এই ঘটনায় কমলপুরের সোনারায় গ্রাম সহ অন্যান্য সীমান্ত গ্রাম গুলিতে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে বাংলাদেশী চোরেরা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে সোনারায় গ্রামের বাসিন্দা চন্দ্রদ্বীপ তেলীর একটি গাভী ও সীতারাম কৈরীর দুটি বলদ বাড়ি থেকে নিয়ে যায়। গরুর মালিকরা টের পেয়ে গ্রামবাসীদের নিয়ে মরাছড়া ১০৫ নং ব্যাটেলিয়ান বিওপিতে ঘটনা জানালে বিএসএফ কোন গুরুত্ব দিতে চায়নি। বিএসএফ গ্রামবাসীদের অন্য জায়গায় খোঁজতে বলে। চোরেরা সীমান্তের কাঁটাতারের বেড়া যেখানে কেটে গরুগুলি নিয়ে যায় সেই জায়গায় থেকে দেড়শো মিটার দূরত্বে রয়েছে ডিউটি টাওয়ার। রয়েছে সীমান্তে ফ্লাইট লাইট। কিন্তু এসবের মধ্যে চোরেরা বিনা বাধায় গরুগুলি জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশ পাড়ি দেয়। এদিকে গরু চুরির পর বিএসএফের কমান্ডেন্টের নির্দেশ অনুযায়ী নিয়ম রক্ষার জন্য তল্লাশি চালিয়ে যায়। এবিষয়ে ১০৫ নং ব্যাটেলিয়নের বিএসএফ এর তরফে কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

পরবর্তী খবর