ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারের। সাম্প্রতিক কালে ক্রীড়া ক্ষেত্রের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ কাজকর্ম সম্পাদন হয়েছে এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পরিকাঠামো সাজিয়ে তোলার জন্য দ্রুত গতিতে কর্ম সম্পাদন হয়েছে। তারই পরিপ্রেক্ষিত হিসাবে মঙ্গলবার
রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় 'খেলো ইন্ডিয়া' প্রকল্পের অধীনে প্রায় ৫ কোটি ব্যয়ে নির্মিত সুধন্য দেববর্মা মেমোরিয়াল হায়ার সেকেন্ডারী স্কুলের সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।