সর্বশেষ সংবাদ
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রক্তের স্বল্পতা মেটাতে চিকিৎসকরা শুধুমাত্র অন্যদের রক্তদান করার জন্য উৎসাহিত করেন না, নিজেরাও রক্তদানে এগিয়ে আসেন।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রক্তের স্বল্পতা মেটাতে চিকিৎসকরা শুধুমাত্র অন্যদের রক্তদান করার জন্য উৎসাহিত করেন না, নিজেরাও রক্তদানে এগিয়ে আসেন।


মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রক্তের স্বল্পতা মেটাতে চিকিৎসকরা শুধুমাত্র অন্যদের রক্তদান করার জন্য উৎসাহিত করেন না, নিজেরাও রক্তদানে এগিয়ে আসেন। যা সমাজের জন্য একটা ইতিবাচক দিক। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আজ ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে আইএমএ হাউজে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্ভোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি সময়ের কাজ সময়ে শেষ করার পাশাপাশি রোগীদের স্বার্থে সময়ের বাইরে গিয়েও সেবামূলক মানষিকতা নিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের কাছে আহবান জানান। শিবিরে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখার সম্পাদক ডঃ বাসব ঘোষ, সভাপতি ডঃ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে আই এম হাউজ চত্বরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

পরবর্তী খবর