সর্বশেষ সংবাদ
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রক্তের স্বল্পতা মেটাতে চিকিৎসকরা শুধুমাত্র অন্যদের রক্তদান করার জন্য উৎসাহিত করেন না, নিজেরাও রক্তদানে এগিয়ে আসেন।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রক্তের স্বল্পতা মেটাতে চিকিৎসকরা শুধুমাত্র অন্যদের রক্তদান করার জন্য উৎসাহিত করেন না, নিজেরাও রক্তদানে এগিয়ে আসেন।


মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রক্তের স্বল্পতা মেটাতে চিকিৎসকরা শুধুমাত্র অন্যদের রক্তদান করার জন্য উৎসাহিত করেন না, নিজেরাও রক্তদানে এগিয়ে আসেন। যা সমাজের জন্য একটা ইতিবাচক দিক। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আজ ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে আইএমএ হাউজে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্ভোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি সময়ের কাজ সময়ে শেষ করার পাশাপাশি রোগীদের স্বার্থে সময়ের বাইরে গিয়েও সেবামূলক মানষিকতা নিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের কাছে আহবান জানান। শিবিরে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখার সম্পাদক ডঃ বাসব ঘোষ, সভাপতি ডঃ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে আই এম হাউজ চত্বরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।