l রাখি বন্ধন উৎসব l আর এই বিশেষ দিনে ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুন্ন রাখতে মুখ্যমন্ত্রীর আবাসে মহিলা মোর্চার উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় l অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে রাখি পড়িয়ে দেন মহিলা মোর্চার সদস্যরা l এই পবিত্র উৎসবে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, রাখি বন্ধন একটা শুভ দিন l এই রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে গত বছর বোনদের জন্য কিছু ঘোষনা দিয়েছিলাম l কিন্তু এবছর উপ নির্বাচনের কারনে তা সম্ভব হবে না l রাজ্য সরকার সব সময়ই চাই যে রাজ্যের নারী শক্তি যাতে আরও শক্তিশালী হয় l নারীরা যা তে ভাল থাকেন l এই বিশেষ দিনে এমনটাই কামনা করলেন মুখ্যমন্ত্রী l